ডেস্ক রিপোর্ট ।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহবান করেছেন। আগামি ১ সেপ্টেম্বর এই অধিবেশন শুরু হবে।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ অভিবেশন আহবান করেছেন।
জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের সপ্তম (২০১৫ সালের ৩য়) অধিবেশন আহবান করেছেন।