মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন || সরকার কৃষকদেরকে সর্বাধিকভাবে গুরুত্ব দিয়েছে -সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ



 

Pic- Kk
কমলকুঁড়ি রিপোর্ট ॥
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান শেখ হাসিনার সরকার কৃষিক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রতি বছর সিংহভাগ কৃষকের মাধমে লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি অর্জন হয়েছে। মানুষের  দেহের পুষ্টি চাহিদা কম, তাই বেশি করে ফলজ গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। তিনি বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিন বদলের বাংলাদেশ, ফলে বৃক্ষে ভরবো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। পরে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো: আজগর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুউদ্দিন। অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কৃষক আব্দুল ছত্তার, আব্দুল মন্নান প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার ষ্টল পরিদর্শন ও উপস্থিতিদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।