রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শমশেরনগরে শিক্ষা বৃত্তি প্রদান



123[1]

শমশেরনগর প্রতিনিধি ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক প্রমথ পাল পিনাক এর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শমশেরনগরস্থ কুমুদিনী পোল্ট্রি ফিড এন্ড চিকস অফিসে আনুষ্ঠানিকভাবে এসব বৃত্তি প্রদান করা হয়। প্রমথ পাল পিনাক এর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ইত্তেফাক কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, নতুন দিন কমলগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কলেজে ভর্তি হওয়ার জন্য ১০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।