শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

পতনঊষারের বৃন্দাবনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু



কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে টেলিভিশনের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিছবাহ (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর (কোনগাঁও) গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃন্দাবনপুর (কোনগাঁও) গ্রামের আব্দুল  বাছিতের ছেলে কাঠমিস্ত্রী মিছবাহ আহমদ (১৮) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজঘরে টেলিভিশনের লাইন সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।