রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নতুন সেনাপ্রধান শফিউল হক



কমলকুঁড়ি ডেস্ক ।।

প্রিন্টঅ-অ+
নতুন সেনাপ্রধান শফিউল হক
নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি। মোহাম্মদ শফিউল হক হবেন দেশের ১৫তম সেনাপ্রধান। আগমি ২৫ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
আইএসপিআর’র পরিচালক শাহিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে সরকার ২০১২ সালের ২৫ জুন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য সেনাপ্রধান নিয়োগ দিয়েছিল। এবং তিনি ওই দিনই লে. জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি পান। ইকবাল করিম ভূঁইয়া জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ছোটভাই।