মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নারীদের জন্য বরাদ্দ তিনগুণ বেড়েছে



কমলকুঁড়ি ডেস্ক ।।
জাতীয় বাজেটে জেন্ডার বাজেট প্রণয়নের সাত বছরে নারীর জন্য বরাদ্দ প্রায় তিন গুণ বৃদ্ধি হয়েছে। প্রথমবারের মতো ২০০৯-১০ অর্থবছরে প্রণিত জেন্ডার বাজেটে নারীর হিস্যা ধরা হয় ২৭ হাজার ২শ’ ৪৮ কোটি টাকা।

গত ৪ জুন প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের জেন্ডার বাজেটে নারীর জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭৯ হাজার ৮৭ কোটি টাকা। জেন্ডার বাজেট প্রণয়নের প্রথম বছরের তুলনায় এটি প্রায় তিন গুণ।

জেন্ডার বাজেট প্রতিবেদন ২০১৫-১৬’তে উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই অর্থবছরে মোট জাতীয় বাজেটের ২৬ দশমিক ৮০ শতাংশ নারীর জন্য বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের চেয়ে মোট বরাদ্দ বেড়েছে ১৫ হাজার কোটি টাকা। প্রস্তাবিত জেন্ডার বাজেটে বরাদ্দ বেড়েছে ১৮টি মন্ত্রণালয়ের। কমেছে ২২টি মন্ত্রণালয়ের।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় নারীকে সম্পৃক্ত করার ফলে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি’ অর্জনসহ ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার পথকে সহজতর করবে।