বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জুড়ীতে বিদেশি পিস্তল উদ্ধার



জুড়ী সংবাদদাতা ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রাম থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি এক ব্যবসায়ীর বাড়ি থেকে পিস্তলটি লুট করা হয়েছিল।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি গাজীপুরের টঙ্গী থানার এক পোশাক ব্যবসায়ীর বাড়ি থেকে ডাকাতরা লাইসেন্সকৃত পিস্তল লুট করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতে কয়েকজন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভোরে জুড়ী ও টঙ্গী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাছিরপুর গ্রামের আইয়ুব আলীর পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।

জুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমএ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।