বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলকুঁড়ির ৫ম বর্ষে পদার্পণে শুভ কামনা



।। আব্দুর রাজ্জাক রাজা ।।
স্নেহ ভাজন পিন্টু দেবনাথ সম্পাদিত তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে কমলগঞ্জ উপজেলা থেকে পাক্ষিক কমলকুঁড়ি এখন ৫ম বর্ষে পর্দাপণ  করেছে। ৫ম বর্ষে পদার্পণের এই দিনে আমি এই পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং অগণিত পাঠককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি আগামী দিনগুলোতে এই পত্রিকা আরও কার্যকরভাবে জনগণের তথ্য-চাহিদা পূরণ করে তাদের তথ্যসেবা দেওয়া অব্যাহত রাখবে। গণমাধ্যম গণমানুষের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, আশা-প্রত্যাশা, হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরে। কমলকুঁড়ি ও সেই দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব পালনে কতটুকু সফল বা ব্যর্থ তা পাঠক মহল বলতে পারবে। তবে আমি দাবী রাখছি , যেহেতু পত্রিকাটি পাক্ষিক সেহেতু হাতে পর্যাপ্ত সময় থাকে। সেই কারনে যদি প্রতিটি সংখ্যায় একটি করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতো তবে হয়তো এলাকার মানুষজন জানতে পারতো। তাছাড়া বেশী বেশী করে এলাকার সমস্যা ও সম্ভাবনার সংবাদ প্রকাশের সাথে সাথে সাহিত্য পাতা প্রকাশ করলে স্থানীয় সাহিত্যকর্মীরা কিছুটা হলে ও প্রতিভা বিকাশের সুযোগ পেত। জানিনা প্রকাশক ও সম্পাদক বিষয়টি কি ভাবে গ্রহণ করবেন।
তারই সাথে সাথে আরেকটি কথা বলছি, যা সম্ভব নয় জানি তবু দাবী করছি যে, পত্রিকাটি যেহেতু পাক্ষিক প্রকাশিত হয় সে জন্য। এর পাতার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব কিনা ? পাক্ষিক কমলকুঁড়ি তার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে-এই প্রত্যাশা করি।
# আব্দুর রাজ্জাক রাজা # কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক যুগান্তর।