শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কলেজ ছাত্র কুরবান হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন



Kamalgonj Pic-02
 
ইসলামপুর সংবাদদাতা, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের শ্রমিক সন্তান শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্র কুরবান হত্যাকারীদের বিচারের দাবীতে কুরমা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার দুপুর সাড়ে ১২টায় ইসলামপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে নিহত কলেজ ছাত্র কুরমান আলীর পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেন। আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত কলেজ ছাত্র কুরবানের ফুফু জরিনা বেগম, বড় ভাই সামসুউদ্দিন, বোন নিহারুন বেগম, ছোট ভাই জুয়েল মিয়া, দেবী বিশ্বাস, বাল্যবন্ধু এমরান আলী, কামাল মিয়া, নওশাদ আলী, নুরজাহান বেগম প্রমুখ।
মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকান্ডে জড়িতদের বাঁচানোর জন্য প্রভাবশালী একটি মহল তৎপরতা চালাচ্ছে। এর ফলে কুরবানের পরিবার ন্যায় বিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেন। কুরবানের বাবা ছুবহান আলী বলেন, পরিকল্পিতভাবে আমার কুলের ধনকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
উল্লেখ্য, গত বছরের ৩০ আগষ্ট রাতে কলেজ ছাত্র কুরবানকে মোবাইলফোনে ডেকে শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের শ্রমিক কলোনীতে নিয়ে মারধোর করা হয়। পরে ওই রাতেই পাশ্ববর্তী ভাড়াউড়া চা বাগানের লালটিলায় কুরবানকে শিরচ্ছেদ করে খুন করা হয়।