রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৬০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা কৃষি অফিসের ভবন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন



10502018_846997225335643_4900565518036987200_n

মামুন আহমদ, শ্রীমঙ্গল থেকে ।।

মৌলভীবাজারের  শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস এবং কৃষি প্রশিক্ষণ ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন  সাবেক চিফ হুইপ এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃআব্দুস শহীদ এমপি।  রবিবার (২৪ মে) সকাল এগারটায় ষাট লক্ষ টাকা ব্যায়ে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদ মোহাম্মাদ ছাইদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শুকল্প দাস,  ফিরোজ মিয়া,  এম এ মান্নান, অর্ধেন্দু কুমার দেব, আব্দুর রশীদ, আব্দুল্লাহ আল হেলাল, ভানু লাল রায়, বিজয় বুনার্জী, জিল্লুল আনাম চৌধুরী, জহীর আহমদ শামীম,মোহাম্মদ শাহাজান মিয়া, মোঃ ময়না মিয়া, বেলায়েত হোসেন, ছালিক আহমদ, আবু তালেব বাদশা, কামরুল হাসান দুলন,শের জাহান আলী সেজু, বদরুল আলম শিপলু, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।