রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে চিনের ২নাগরিক আটক



Pic-1

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট বিক্রির দায়ে দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে আড়াইটার দিকে শহরের চুবড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুপুরে শহরের চুবড়া এলাকায় বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়  এসয়ম তাদের কাছ থেকে ৩০টি স্যামসাং কোম্পানি মোবাইল সেট, চার্জার ও হেড ফোনসহ বাংলাদেশের নগদ ১২ হাজার তিনশত বিশ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন, জিনেমি ওয়াং (৪৮) (পাসপোর্ট নং জি ২৮৭৬৮৫৩৭) ও ইউ ডাং লিং (৫০) (পাসপোর্ট নং জি ২৬৯৬৮৬১৯)। তারা চিনের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।