বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দলই চা বাগান আবার ও বন্ধ ঘোষণা




মতি লাল দেব রায়
কমলগঞ্জের দলই চা বাগান গত ২৫ দিন যাবত বন্ধ রয়েছে ,চা বাগান বন্ধের কারণে শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও বন্ধ রয়েছে, বর্তমান লক ডাউনের সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে ও তাদেরকে ন্যায্য অধিকার থেকে বাগান মালিক ও বাগানের নিয়োজিত ম্যানেজারের এক গেয়েমি মনোভাবের কারণে ও শ্রমিকদেরকে ভাতে মারার উদ্যেস্যে চা বাগান বন্ধ করে দেওয়া হয় । গত ১৭ ই অগাস্ট কমলগঞ্জের সাংসদ মৌলভীবাজার জেলা প্রসাশক ও পুলিশ সুপার ও স্থানিয় ইউনিয়ন চেয়ারম্যানের উপস্তিতিতে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের যৌথ ভাবে সিদ্দ্যান্ত নেওয়া হয় যে , অভিযুক্ত মেনেজারকে চা বাগান থেকে প্রত্যহার করে নেওয়া হবে, এই আশ্বাস দেওয়ার পর চা শ্রমিকরা কাজে যোগ দিতে রাজি হয় এবং বাগান খুলে দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয় , কিন্তু খোলার দিন বাগানের এজি এম আব্দুল খালেদ, ও ব্যেবস্তাপক আমিনুল ইসলাম চা শ্রমিকদের বাগানের এই পরিস্তিতির জন্য দায়ী বলে শ্রমিকদের দোষ দেন এতে চা শ্রমিকরা আবার ও ক্ষিপ্ত হয়ে উঠে এবং ব্যেবস্তাপক ও এজিএমকে ৪ ঘণ্টা তাদের গাড়ির মধ্যে অবরুদ্ব করে রাখেন এতে পরিস্তিতি অ্যারো অবনতি হয় । ঐ দিন বাগান খুলার ঘোষণা দিলে ও বাগান আবার বন্ধ করে দেওয়া হয় । এমতাবস্তায় চা শ্রমিকরা অনাহারে অর্ধাহারে লকডাউনের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন । চা বাগান বন্ধ থাকার কারণে একদিকে চা গাছে গজিয়ে উঠা কুড়ি তুলা হচ্চেনা, উৎপাদন ব্যাহত হচ্ছে । চা শ্রমিকদের ন্যয্য দাবি মেনে দেশের স্বার্থে চা উৎপাদন অব্যহত রাখতে অবিলম্বে এই চা বাগান টি খুলে দিয়ে এই অচলাবস্থা থেকে দেশের চা শিল্প কে বাচিয়ে রাখার জন্য সরকারের উচ্চ পর্যায় ও বাংলাদেশ চা বোর্ডকে হস্তক্ষেপ করার জন্য কমলগঞ্জ এর সকল পেশার জনসাধারন দাবি জানাচ্ছে ।

লেখক, মতি লাল দেব রায়, কমলগঞ্জ