রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে রৌপ্যকাপ মিনি ফুটবল টূর্নামেন্ট সমাপ্ত



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে সমাপ্ত হয়েছে রুহেল স্মৃতি রৌপ্যকাপ মিনি ফুটবল টূর্নামেন্ট-২০১৫। ৩১ মার্চ মঙ্গলবার বিকালে গোবর্ন্ধনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুকিজ স্মৃতি সংঘ ১-০ গোলে রুহেল স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। রুহেল স্মৃতি সংঘের সভাপতি রিপন আহমেদ এর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, ক্রীড়া সংগঠক মহসীন আফরোজ, সমাজকর্মী খায়রুল ইসলাম আনর, শওকত আলী প্রমুখ।