শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জুড়ীতে সন্ত্রাসী হামলায় শিকার পঙ্গু কবির ॥ বিভিন্ন মহলের তীব্র নিন্দা ও প্রতিবাদ



কবির আহ 0401
স্টাফ রিপোর্টার, জুড়ী
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনয়িনরে বস্তি এলাকার হাজী উস্তার মিয়ার পুত্র লন্ডন প্রবাসী পঙ্গু কবির আহমদকে র্পুব শত্রুতার জরে ধরে একদল সংঘবদ্ধ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করছে। এ হামলায় তার শরীররে বিভিন্ন স্থানে ক্ষত ও তার বাম হাতটি জীবনরে মতো ভেঙ্গে দেয়া হয়েছে। এঘটনায় এলাকার সচতেন মহলের লোকজনরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, গত ৭ মার্চ শনিবার  রাত ১০ টায় ফুলতলা চা বাগানের শ্রমিক সরদার মঙ্গল গোস্বামীর ঘরে মাটি কাটার কাজের টাকা দিতে যান কবির আহমদ, সরদারের টাকা দিয়ে ঘর থেকে বের হতেই ১০ থেকে ১২জনের একটি দল কবির আহমদের ওপর হামলা চালিয়ে তার মোটর সাইকেল ভাংচুর করে এবং তাকে আটকিয়ে রাখে। সারা রাত একটি অন্ধকার ঘরে আটক করে রাখে পরদিন রবিবার  সকালে কবিরের পিতা হাজী উস্তার মিয়া পুত্র আটকরে খবর পেয়ে এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা কবিরের পিতার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এক র্পযায়ে বস্তি এলাকা থেকে আরও লোকজনরা গেলে একটি কাগজে দস্তগত নিয়ে সন্ত্রাসীরা  কবিরকে ছেড়ে দেয়। আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে জুড়ী থানার ওসি আব্দুল হামিদ কবিরকে মারাতœক জখম প্রাপ্ত অবস্থায় দেখানো হয়, ওসি দেখে করিরকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তির পরার্মশ দেন, পরে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার আশংকা জনক অবস্থা দেখে মৌলভীবাজার সদর হাসপাতালে ভতিরও নির্দেশ দেন, সেখানে ৪দিন চিকিৎসাধীন থাকার পর সদর হাসপাতালে ডাক্তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন আছে বলে কবির আহমদকে সিলেট ওসমানি হাসপাতালে রেফার্ড করা হয়।এদিকে ১২ র্মাচ বৃহস্পতবিার ভোর রাতে বাগানের গাছ চুরেিক কন্দ্রে করে বাগানের কয়কেজন চৌকিদারকেক কারা মেরে আহত করে। আর ওই চৌকিদার হামলার ঘটনায় পঙ্গু কবির ও তার পিতা হাজী উস্তার মিয়াকে জড়িয়ে মিথ্যা মামলা রকের্ড করা হয়েছে। সচেতন মহলের অভিযোগ দুইজন লোক চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই চৌকিদার হামলার মামলায় কবির আহমদ তার পিতা হাজী উস্তার মিয়াকে জড়ানো ঠিক হয়নি। পাওনা টাকা দিতে কবির যে ঘরে গিয়েছিলেন ওই বাড়রি  সরদার মঙ্গল গোস্বামী স্ত্রী জোসনা অধকিারী, ছেলে শান্ত গোস্বামী, মেয়ে পঞ্চমী জানান একজন নির্দোশ নিরপরাধ মানুষকে এ ভাবে মারধর করা ঠিক হয়নি আমরা প্রতিবাদ করায় আমাদেরকে ও মার ধর করছে সন্ত্রাসীরা। এব্যাপারে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।