শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ডটস প্রভাইটারদের মৌলিক প্রশিক্ষন অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে ডটস প্রভাইটারদের মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউএসএইড টিভি কেয়ার-টু হীড বাংলাদেশ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স হল রুমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন চা বাগান থেকে আগত ডটস প্রভাইটারদের মূল প্রশিক্ষণ প্রদান করেন টিভি কেয়ার-টু এর বিভাগীয় কন্ট্রোল কো-অর্ডিনেটর তাপস বাড়ই। কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম সাজিদুল কবিরের সভাপতিত্বে ও টিভি কেয়ার টু প্রোগাম এ্যাসিসট্যান্ট মিখায়েল পিরেগুর সঞ্চালনায় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন আহমেদ, মোজাহিদ আলী। প্রশিক্ষণে কিভাবে যক্ষা রোগ সনাক্ত করা যায়, তা প্রতিরোধের উপায় এবং একজন যক্ষা রোগীর নিয়মিত ঔষধ সেবনের উপর গুরুত্ব আরোপ করা হয়। উল্লে¬খ্য, ডটস প্রভাইটাররা মানবিক দায়িত্ব হিসেবে যক্ষা রোগীর নিয়মিত ঔষধ খাওয়ানোর বিষয়টি দেখাশোনা করে থাকেন।