বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের যুবক নিহত



মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্ক‍া লেগে রুমান মিয়া (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। রুমান মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুমান শেরপুর বাজার থেকে মোটরসাইকেলে করে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথে শেরপুর বাজারে পৌঁছ‍ার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে রুমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নরু নবী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।