রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বড়লেখায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা



কমলকুঁড়ি ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজারের বড়লেখায় এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের লক্ষীছড়া বাজারে এই নৃশংস হত্যাকান্ডটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহত জালাল উদ্দিন (২১) বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার ৮নং কাঠালতলী ইউনিয়ন শাখার সক্রিয় কর্মী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জালাল উদ্দিন ভাগিনাকে সাথে নিয়ে সন্ধ্যায় নিজ বাড়ি কেছরিগুল যাচ্ছিলেন, লক্ষীছড়া বাজারের পাশে আসা মাত্র হঠাৎ করে বড়লেখা আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী এনাম উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। সাথে থাকা ভাগনার চিৎকার শুনে আশপাশের লোকজন জালাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্বার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে জুড়িতেই জালাল উদ্দিনের মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং পরিবার জানায়, জালাল উদ্দিন আহত অবস্থায় তাকে আক্রমণকারী কয়েকজন সন্ত্রাসীর নাম বলে গেছেন, তারা হল- এনাম উদ্দিন, কবির, আব্দুল কাইয়ুম, দেলোয়ার, জাকির, রফিক উদ্দিন, ফয়ছল আহমদ, নাজিম উদ্দিন, নুর উদ্দিন, হারুন আহমদ, সেলিম উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল করিম সহ আরও কয়েকজন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।