রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের জয়ে কমলগঞ্জে আনন্দ মিছিল



কমলসুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল বের হয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করায় আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা। সোমবার রুবেলের বলে ইংল্যান্ডের শেষ উইকেট জেমস অ্যান্ডারসন বোল্ড হওয়ার পর সন্ধ্যায় ক্রিকেট অনুরাগীরা কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে মোটর সাইকেলযোগে আনন্দ মিছিল বের  করে। মিছিলটি কমলগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বাংলাদেশসহ রুবেল, মাহমুদুল্লাহ, মাশরাফি ও মুশফিকদের নাম ধরে শ্লোগান দিয়ে এ জয়কে স্বাগত জানানো হয়।