বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে বজ্রপাতের শব্দে বৃদ্ধা নিহত ॥ আহত-২



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামে বজ্রপাতের শব্দে একই পরিবারের এক বৃদ্ধা মহিলা নিহতও অপর ২ জন আহত হয়েছেন।
জানা যায়, গত শনিবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত পড়তে থাকে। দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের মুত শফিক উল্ল্যার স্ত্রী তাহেরা খাতুন (৬০) বজ্রপাতের তীব্র শব্দে নিজ বাড়ীতে মারা যায়। একই সময়ে একই ঘরে নিহতের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫) ও তার মেয়ে মনোয়ারা বেগম (২৭) ঘরের মধ্যে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।