শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ।। চলছেন এখন গনণা ।। নারী ভোটারদের উপস্থিতি সরব



13263834_1279900872038982_7993301937156016027_n

13256190_1279947698700966_3283495716073455039_n
কমলকুঁড়ি রিপোর্ট ।।
সকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে  কমলগঞ্জের ৯ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এখন চলছেন গনণার পালা। সরজমিন দেখা যায়, বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। একটু পরই ফলাফল প্রকাশিত হবে। অধীরে আগ্রহনে অপেক্ষায় আছেনসোধারণ জনগণ। কমলগঞ্জ উপজেলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৯৭০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১১২ জন এবং মহিলা ভোটার ৭৯ হাজার ৮৫৮জন। মোট ৯৪টি ভোট কেন্দ্রের ৪২৫টি বুথে ভোট গ্রহণ চলছে। মোট প্রার্থী সংখ্যা হলো ৪৫২জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩৭জন, সংরক্ষিত ৮৭জন এবং সাধারণ ৩২৮জন।