রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পতনউষারে দুঃস্থদের মধ্যে মশারী বিতরণ



salim-p

পতনঊষার থেকে সংবাদদাতা ॥
কমলগঞ্জ উপজেলার পতনঊষারের বৃন্দাবপুর এলাকায় গরীব দুঃস্থদের মশারী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় রাজদিঘীরপার বাজারে বৃন্দাবনপুর সনাতনী যুবসংঘের আয়োজনে ও পতনঊষার ইউপি চেয়ারম্যানের পারিবারিক ট্রাষ্ট “আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট” এর অর্থায়নে ১০০ জন গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। সনাতনী যুব সংঘের সভাপতি অমল কান্তি দাস দুদুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য দিপেন্দ্র কুমার দাশ দিপু, ট্রাষ্টের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুল, সদস্য মহসীন আহমদ কয়েছ। উপস্থিত ছিলেন সনাতনী যুব সংঘের সদস্যবৃন্দ ও এলাকার বিশিস্ট ব্যক্তিবর্গ।