রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

চাতলাপুর চা বাগান থেকে পাচারের সময় কাঠ আঠক



কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
ডানকান ব্রাদার্স মৌলভীবাজারের চাতলাপুর চা বাগান থেকে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক ট্রলি কাঠ আটক করেছে। শনিবার দুপুরে চাতলাপুর চা বাগানের ভেতরে সড়ক থেকে এই কাঠ আটক করা হয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানের সেকশন থেকে গাছ কেটে ট্রলিযোগে পাচারের সময় বিজিবির একটি দল এই কাঠ আটক করে। আটককৃত ৭ টুকরোয় ৪০ দশমিক ৫৬ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ। বিজিবি চাতলাপুর ক্যাম্পের নায়েক সুবেদার দাইমুল ইসলাম কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কাঠ বোঝাই ট্রলি বিজিবি ক্যাম্পে নেয়া হয়েছে। তিনি বলেন, এই এলাকার বিভিন্ন চা বাগান থেকে এভাবেই প্রতিনিয়ত কাঠ চুরি হচ্ছে। এ ব্যাপারে চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক ইফতেখার এনাম এর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিক, যা ইচ্ছা তা লিখেন।’