রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন



99999 copy
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজাওে কমলগঞ্জের গকুলনগর মাঠে রক্তে রাঙ্গা স্পোর্টিং ক্লাব আয়োজিত ১৪ তম টি-টুয়েন্টি রৌপ্যকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধন হয়েছে। ১১ ফেব্র“য়ারী বুধবার সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধক ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাদিকুর রহমান সামুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক মুজিবুর রহমান দুলু, কোষাধ্যক্ষ মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শামীম। অতিথিরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজনকারীদের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। উদ্বোধনী খেলায় আদিল একাদশ গকুলনগর ৩০ রানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব খুশালপুরকে পরাজিত করে।