মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০১৫ তফসিল ঘোষণা



॥ পতনঊষার প্রতিনিধি ॥
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যাবসায়ী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আজ ৩ নভেম্বর মনোনয়ন পত্র বিতরন, ৪ নভেম্বর জমা, ৫ নভেম্বর যাচাই বাছাই, ৬ নভেম্বর প্রত্যাহার, ৭ নভেম্বর প্রতীক বরাদ্ধ ও ১৭ নভেম্বর নির্বাচন।
ঘোষিত তফসিলে প্রার্থীদের মনোনয়ন ফি ও প্রতীক তালিকা সভাপতি পদে মনোনয়ন ফি ২৫০০/-টাকা, প্রতীক চয়ার, ছাতা, আনারস, মোমবাতি, চাকা, গরুরগাড়ী, হরিণ, সহসভাপতি ২০০০/-টাকা, চশমা, দেয়ালঘড়ি, তালাচাবি, উড়োজাহাজ, মাইক, বাস, সাধারন সম্পাদক ২০০০/- টাকা, বাইসাইকেল, কাপ পিরিছ, টেলিভিশন, দোয়াত কলম, হাতি, যুগ্ম সাধারন সম্পাদক ১৫০০/- টাকা, রিক্সা, আম, জগ, কলস, কোষাধ্যক্ষ ১৫০০/-টাকা, টিউবওয়েল, টিয়াপাখি, সিলিংফ্যান, টেবিল, বই, হাঁস, তথ্য ও প্রচার সম্পাদক পদে ১৫০০/- টাকা, বাল্ব, ডাব, মই, মোবাইল ফোন, হারিকেন, বালতি এবং সাধারন সদস্য ১০০০/- টাকা, মোরগ, গোলাপফুল, ক্রিকেট ব্যাট, লাটিম, ঘুড়ি, তলোয়ার, বাঘ, একতারা, ক্যাঁচি, ফুটবল।
প্রার্থীরা ভোটার তালিকা সংগ্রহ করতে ২৫০ টাকা প্রদান করতে হবে। একই প্রতীক একাধিক পার্থী চাইলে লটারির মাধ্যামে তা বরাদ্ধ করা হবে। প্রতি পদে ১জন শুধু সদস্যপদে ৫ জন প্রার্থীসহ মোট ১১জন প্রার্থী নির্বাচিত হবেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক পতনঊষার ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রিপন ইসলাম ময়নুল ও মাসুক আহমদ। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর ও আব্দুল আহাদ।