মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট” কর্তৃক ৬ গ্রামের ৪০৭ পরিবারের মধ্যে খাদ্র সহায়তা প্রদান



কমলকুঁড়ি রিপোর্ট

করোনা ভাইসরাস মোকাবিলা ও মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের ৬টি গ্রামের ৪০৭ জন দরিদ্র, হতদরিদ্র, গরিব, দিনমজুর, খেটে-খাওয়া লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট।

শুক্রবার (১ মে) উপজেলার শ্রীনাথপুর ছলিমগঞ্জ এলাকার “মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্ট” এর ট্রাস্ট্রি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: নুরুজ্জামান চৌধুরী রাসেল এর অর্থায়নে শ্রীনাথপুর, বারামপুর, রামেশ্বরপুর, মঙ্গলপুর, গকুলনগর ও যোগীবিল গ্রামের দরিদ্র, হতদরিদ্র, গরিব, দিনমজুর, খেটে-খাওয়া ৪০৭ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আঠা, তেল ইত্যাদি প্রায় ৪.৫০ টন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাষ্টের সভাপতি মো: মর্তুজ আলী চৌধুরী,  ৬নং আলীনগর ইউপি  চেয়ারম্যান ফজলুল হক বাদশা,  লেখক ও গবেষক  আহমদ সিরাজ চৌধুরী,  তৌহিদুল ইসলাম চৌধুরী,  মো: কামরুল হাছান চৌধুরী,  মো: আবুল হোসেন ও আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডেরসদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল প্রমুখ।