মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এডিপিইও পদে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা



DSCN1161 copy
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথের এডিপিইও পদে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গত সোমবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিতে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, জেলা তথ্য অফিসার মো: ইমরানুল হাসান, মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: আফজাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী, জয় কুমার হাজরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁঞা। বিদায়ী উপজেলা শিক্ষা অফিসারের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, গোবর্দ্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা রানী সিন্হা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথকে একজন চৌকুস শিক্ষা অফিসার উল্লেখ করে তাঁর কর্মকালীন সময়ে কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার নানামুখী উন্নয়ন সাধিত হওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।