বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বদরুজ্জামান চৌধুরী জহির এর অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের আহমদনগর দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শালিশ বিচারক মরহুম বদরুজ্জামান চৌধুরী জহির এর অকাল মৃত্যুতে
এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ আগস্ট রাত ৮ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাতের ফরফাক্কান আল আরাবী রেষ্টুরেন্টে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে এ শোক সভায় অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, মরহুম শেখ আরব উল্যাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ফজিরা শাখার অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জহির উদ্দিন এর সভাপতিত্বে এবং সার্বিক সহযোগিতায় শোক সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতে নেতৃবৃন্দ।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তরা মরহুম বদরুজ্জামান চৌধুরী জহিরের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।