শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু জন্মদিনে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন



কমলকুঁড়ি রিপোর্ট

শ্রীমঙ্গলে এক ব্যতিক্রমী আলোচনা সভায় আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয়।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহণ করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
দিনের কর্মসূচি হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৭ মার্চ সকাল সাড়ে ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বিশেষ আলোচনা সভায় প্রথমেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মৃগাঙ্ক বনিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র দেবজিৎ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী অজন্তা দেবী সন্ধি, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান শিহাব।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খাইরুনেচ্ছা চৌধুরী আনিকা। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এমন ব্যতিক্রমী আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।