শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রেল লাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার 



 

কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী জানান, ‍বৃস্পতিবার ২ ফেব্রুয়ারি দুপুরে গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশে কিশোরের লাশ পরে থাকতে দেখে কমলগঞ্জ পুলিশকে খবর দেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানা ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক তদন্ত করে। রেল লাইনের কাছে থাকায় রেলওয়ে পুলিশের তদন্ত টিম কাজ করবে। নিহত কিশোরের মাথায় ও গায়ে আঘাতের চিহৃ রয়েছে।