শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

সোমবার (১ আগস্ট) বিকালে উপজেলার রুপশপুর পশ্চিম ভাড়াউড়া সড়কের শেখ জব্বার হাইজিং এর ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
শ্রীমঙ্গল থানার এস.আই মো. আলাউদ্দিন জানান, স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়ার ফোনে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে লাশ কার তা শনাক্ত হয়নি।