শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

যথাযোগ্য মযার্দায় মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত



আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জের মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মযার্দায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের উপদেষ্টা শিক্ষক মো. সুলমান আলী (সালমান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। শিক্ষিকা মৌমিনা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর কাউন্সিলর বখতিয়ার খান, সাংবাদিক আহমেদুজ্জামান, শিক্ষিকা তন্দ্রা রানী সিনহা, সুলতানা আক্তার, রিমু আক্তার, শিক্ষক রায়হানুল ইসলাম প্রমুখ।