মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সাম্প্রদায়িক হামলা, নির্যাতন, লুন্ঠন আর মন্দির ও মুর্তি ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানবব্ধন ও প্রতিবাদ সমাবেশ



sub-humanity-chain-at-srg

শ্রীমঙ্গল, ১৩ নভেম্বর ২০১৬: সারাদেশে হিন্দুদের উপর হামলা, নির্যাতন, লুন্ঠন আর মন্দির ও মুর্তি ভাংচুর  এবং অগ্নিসংযোগের প্রতিবাদে `আমরা  শ্রীমঙ্গলবাসী`র আয়োজনে আজ ১৩ নভেম্বর ২০১৬ রোজ রোববার সকাল ১০ টায়  শ্রীমঙ্গল চৌমুহনায় মানবব্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া), সনাতন  কৃষ্টি সংঘ, নৃত্যালয়, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন কমিটি,  মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট,  পৌর শ্মশান কালীবাড়ী পরিচালনা পরিষদ, মাস্টারপাড়া পূজা সংসদ, কণ্ঠকথা,  শাশ্বত পরিবার, সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনা পরিষদ, সবুজবাগ যুব দুর্গা  পূজা উদযাপন পরিষদ, লোকনাথ ভক্ত সংঘ, পশ্চিম শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ,  গ্রীণলিফ স্যোসাল ডেভেলাপমেন্ট এসোসিয়েশন, হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন),  আদর্শ শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ, রামনগর মণিপুরী পাড়া পূজা উদযাপন  পরিষদ, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী পরিচালনা পরিষদ, বাংলাদেশ ছাত্রমৈত্রী  মৌলভীবাজার জেলা শাখা, রামনগর রাধামাধব জিউ মন্দির পরিচালনা পরিষদ,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, লাউয়াছড়া বন ও জীব বৈচিত্র রক্ষা  আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রিতী রক্ষা পরিষদ, বৈদিক, বাংলাদেশ কমিউনিস্ট  পার্টি, কণ্ঠকথা, বিবেকানন্দ শিক্ষা ও  সংস্কৃতি পরিষদ, ভুড়ভুড়িয়া চা বাগান পঞ্চায়েত, কালীঘাট চা বাগান পঞ্চায়েত,  সাতগাঁও চা বাগান পঞ্চায়েত, পূর্ব জামসী পূজা উদযাপন পরিষদ, সবুজবাগ  রাধামাধব জিউ আখড়া পরিচালনা পরিষদ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সহ বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক দলসমুহ অংশগ্রহণ করে।
সাংবাদিক  অনুজ কান্তি দাশের পরিচালনায় প্রবীন শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের  সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন  রাজনীতিবিদ রাসেন্দ্র দত্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির  মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, প্রবীন শিক্ষক বেণুধর ভট্টাচার্য,  চৈতন্য দাশ, পরিমল সিং,  ডা.ননীগোপাল চৌধুরী, বাড়াইক, নিতেশ সুত্রধর, ধীরেন্দ্র সিংহ, হরিপদ সিংহ,  এস কে দাশ সুমন, আবুল হাসান, অজয় শর্মা, মাহবুব হাসান মুক্তা, লিটন ধাম,  সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরসহ দেশের  বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।