শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান



কমলকুঁড়ি রিপোর্ট ॥200
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে ৪র্থ বারের মত চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার সকাল ১০ টায় মাধবপুর ইউনিয়নের শিববাজার সার্বজনীন শিবমন্দির ও দুর্গাবাড়ী কমিটির আয়োজনে ৪র্থ বারের মত বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ গৌরমনি সিংহ। শিক্ষক বসন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও বাপ্পী কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইয়াহিয়া। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ পদ্ম মোহন সিংহ, ডাঃ আশুতোষ সিংহ, ডাঃ রাজেন্দ্র কুমার সিংহ, ডাঃ স্বপন কুমার সিংহ, ডাঃ দিবাকর সিংহ, ডাঃ মিনতি সিন্হা, ডাঃ দেবাশিষ সিন্হা, ডাঃ সুদেষ্ণা সিনহা, ডাঃ দেবজ্যোতি সিংহ, ডাঃ অর্ধেন্দু শেখর সিংহ প্রমুখ।