শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সামনে ঈদ, চলেছে শুটিং, সিলেটের বিভিন্ন চা বাগানে অভিনেতা অভিনেত্রীদের ভিড়!



সিলেটের চা বাগানে চলছে শুটিং!

11954669_1002445399817212_7334043643354554106_nবিনোদন ডেস্ক:

ঈদ কে সামনে রেখে  বেশ তোর জোর দিয়ে নির্মাণ চলছে নাটক। আর এ জন্য দেশের নানা জেলার মনোরম পরিবেশে নাটকের দৃশ্যধারণের জন্য বেছে নেয়া হচ্ছে। এমন একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের জন্য পুরো শুটিং ইউনিট রয়েছেন সিলেটে।

প্রচার হবে আসছে ঈদুল আযহায় এটিএন বাংলা টেলিভিশনে। রচনা ও পরিচালনা মোহন খান। এতে অভিনয় করছেন সজল, সমাপ্তি, স্বাধীন খসরু, চাঁদনী, সাব্বির আহমেদ, তানজিন তিশা, আমব্রিন, দোলন। তবে নাটকটির নাম এখনো ঠিক করা হয়নি। আগামী ৮ সেপ্টেম্বর রাতে শুটিং শেষ করে ঢাকায় ফিরছে পুরো টিম।