শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শমশেরনগরে পানির বালতিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু



শমশেরনগর প্রতিনিধি ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে পানির বড় বালতিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বাবা মা শিশুকে ঘরে আত্মীয়ের কাছে রেখে কাজে গেলে অসাবধানতাবশত দুই বছরের শিশু একটি বড় বালতির পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে। সোমবার (৩ আগষ্ট) বিকাল সাড়ে তিনটায় শমশেরনগর চা বাগানের রবিদাস টিলায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চা বাগানে শমশেরনগর  চা বাগানের রবিদাস টিলার নির্মল রবিদাস ও বাসন্তী রবিদাস দুই বছরের শিশু রনি রবিদাসকে ঘরে আত্মীয়া জীবিকা রবিদাসের কাছে (চাচী) রেখে যান। অসাবধানতা বশত শিশু রনি রবিদাস নলকূপের সামনে রাখা ১০ লিটার পরিমাণের বালতির পানিতে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।  চাচী জীবিকা রবিদাস শিশু রনিকে কাছে না পেয়ে খোঁজ করে পানির বালতিতে পড়ে থাকা অবস্থায় দেখে উদ্ধার করে দ্রুত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শমশেরনগর চা বাগানের ইউপি সদস্যা মেরী রাল্ফ ও ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারী মুন্না চাষা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।