রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে পেঁয়াজের মূল্য লাগামহীন



কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পেঁয়াজের মূল্য লাগামহীন হয়ে উঠছে। প্রতিদিন পেয়াজের কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা হারে দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে নি¤œবিত্ত পরিবার সমুহ পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। রোববার কমলগঞ্জ উপজেলার হাটবাজারে খুচরা ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত দরে পেয়াজ বিক্রি হয়েছে। শমশেরনগর ও ভানুগাছ বাজারের কয়েকজন মোদি দোকানী ও পেঁয়াজ বিক্রেতার সাথে আলাপকালে জানান, ভারতে পেয়াজের মুল্যবৃদ্ধি পাওয়ায় এবং আমদানি মূল্য বেশি হওয়ায় পেঁয়াজের দাম হুহু করে বেড়ে চলেছে বলে আমদানিকারকরা তাদের জানাচ্ছেন। এক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানান। দিন দিন পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে কমলগঞ্জ উপজেলায় পেঁয়াজের কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। চা শ্রমিক দেওরাজ রবিদাস, দিন মজুর আব্দুল্লাহ, কৃষক কনু মিয়া জানান, তাদের সামান্য আয় দিয়ে ৮০ টাকা দরে পেয়াজ কিনা সম্ভব নয়। এ অবস্থায় তারা খুবই টানাপোড়েন সহ্য করতে হচ্ছে।