শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শমশেরনগরের রাধানগর গ্রামে তরুণদের উদ্যেগে রাস্তা সংস্কার



Untitled-1 copy
মিজানুর রহমান, শমশেরনগর :

রাধানগর, সোনাপুর গ্রামের জনসাধারণের যাতায়াতের প্রধান রাস্তায় বৃষ্টি হলে কাদা জমে থাকে।যার ফলে লোকজন চলাচলে অনুপযোগী ও দূর্ভোগের শিকার হতে হয়।স্থানীয় ইউপি সদস্য জিতু মিয়াকে সংস্কারের কথা বললে তিনি করাবেন বলেও করাননি। ১২ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় রাধানগর একতা যুব সংঘের তরুণদের উদ্যেগে স্বেচ্ছায় রাস্তাটির কাদা পরিস্কার করে রাস্তায় কংক্রিট ফেলে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেন।