রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পতনউষার উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতা মূলক ইভটিজিং বিরোধী র‌্যালী ও সমাবেশ



p-3
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী সামাজিক সচেতনতা মূলক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় থেকে র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় সন্মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পতনঊষার উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির উদ্যোগে জনসচেতনতায় ইভটিজিং বিরোধী র‌্যালীতে ছাত্রছাত্রী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় শহীদনগর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে পিটিএ কমিটির সভাপতি ডা. তোফায়েল আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শওকত আহমদ এর পরিচালনায় বিদ্যালয় সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, ম্যানেজিং কমিটির সভাপতি তওফিক আহমদ বাবু, বিশিস্ট সমাজসেবক আব্দুন নূর মাস্টার প্রমুখ।