রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা



জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

কমলকুঁড়ি রিপোর্ট ।।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করা হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ শহীদ মিনার পরিবহন’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, যখন দায়িত্ব নিয়েছিলাম তখন মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল মাত্র ৩ হাজার টাকা। এরপর সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়। চলতি অর্থ বছরে সংসদের বাজেট অধিবেশনে তা ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। যা জুলাই থেকে কার্যকর হবে।

তিনি বলেন, বাজেটে দশ হাজার গরিব ও অসহায় মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরির অনুদান দেওয়া হবে। আর যোদ্ধাহত ২ হাজার ৮০০ মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সরকার মনে করেন, মুক্তিযোদ্ধাদের জন্য এটাও যথেষ্ট নয়।

তিনি আরো বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করবে সরকার।