
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে জিআর মামলায় এক বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর নুর শহিদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৫ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর নুর শহিদ মিয়া মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মকলু মিয়ার ছেলে। রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ মিয়া জানান, আব্দুর নুর শহিদ মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।