বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

অনার্স প্রথমবর্ষের পরীক্ষা বৃহস্পতিবার শুরু



 

12কমলকুঁড়ি ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ মে)।

এদিন সকাল ৯টা থেকে সারাদেশে ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি অনার্স বিষয়ে সর্বমোট এক লাখ ৮০ হাজার ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।