রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রহিমপুরের দেবীপুরে শতভূজা শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজা শুরু



Puja-1
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের  ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবার ৯ম বার্ষিকী শতভূজার (১০০ হাত) শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজা ২৫ মার্চ মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে। পূজার্চ্চনা, রামায়ণ কীর্ত্তন, পদাবলী কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্টান, আরতী প্রতিযোগীতা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ মহাসপ্তমী, ২৭ মার্চ মহা অষ্টমী, ২৮ মার্চ মহানবমী ও ২৯ মার্চ দশমী পূজা শেষে শ্রীশ্রী বাসন্তী দেবীকে বির্সজন দেয়া হবে।
প্রতিবছর দেবীপুর দেবালয়ে পাঁচ দিন ব্যাপী পূজায় লক্ষাধিক এর উপরে ভক্তবৃন্দের ভীড় থাকে। এবারও এ ভীড় থাকবে বলে আসা করা হচ্ছে। ৯ম বার্ষিকী এ পূজায় এলাকা জুড়ে সাজ সাজ রব লক্ষণীয়। দেবালয়ের পাশে রকমারী দোকান বসছে। ভক্তবৃন্দরা জানান, প্রায় প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে পূজা অনুষ্ঠিত হয়। এসময় চড়ক পূজাও থাকে। ভক্তবৃন্দরা বাসন্তী পূজা ও চড়ক পূজা চলে যান। এবার তিথি আগে থাকায় শ্রীশ্রী বাসন্তী পূজায় দেড় লক্ষাধিক ভক্তবৃন্দের আগমন ঘটবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুত সম্পন্ন করা হয়েছে।