রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা



 

কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও এলাকায় শিল্পী আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপান পান করে আত্মহত্যা করে।

শুক্রবার সকাল ৬টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিল্পী আক্তার ইউনিয়নের ওই গ্রামের লোকমান মিয়ার স্ত্রী। হাসপাতাল ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পরিবারিক কলহের জের ধরে শিল্পী আক্তার সবার অজান্তে তার শোবার ঘরে থাকা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করেন।