রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

আদমপুরে ঘোরামারা গ্রামে শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দিরের শুভ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি এস কে সিনহা



Pic--Chief Justice
॥ কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির (দক্ষিণ মন্ডপ) এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের নামফলক উন্মোচন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা (সুরেন্দ্র কুমার সিনহা)।  এখানে প্রধান বিচারপতির সম্মানে মঙ্গল আরতী প্রদান করা হয়। এ সময় শিক্ষাবিদ রসমোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড. চাঁদমুরারী সিংহ স্বপন, প্রবীন মুরব্বী রাধামোহন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।