শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাজনগরে আলেকজান বিবি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন



 

12507339_1026867914037795_5118344447576317597_n

হোসেন জুবায়ের, ষ্টাফ রিপোর্টার, কমলকুঁড়ি ।।

মৌলভীবাজারের রাজনগরে পাঁচগাও গ্রামের আলেকজান বিবি (৫০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে আজ ১০ জানুযারী সকালে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ রাজনগর- মোকামবাজার সড়কে মানব বন্ধন কর্মসূুচী পালন এলাকাবাসী। আলেকজান বিবি হত্যাকারী বশির- সমছু গংদের ফাঁসি চাই, দিতে হবে ইত্যাদি শ্লোগানে শ্লেগানে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানব বন্ধনে এলাকার দুই শতাধিক লোকজন অংশগ্রহন করেন। এসময় আলেকজান বিবি হত্যামামলার (রাজনগর থানার নং ০৩, জিআর নং- ০৩) বাদী মাওঃ আব্দুল হান্নান অভিযোগ করে বলেন- মামলার এজাহারভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতারের কোন উদ্যোগ নিচ্ছেনা। আজ সকাল ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামী বাড়ীতে আছে জানালেও তিনি বলেন আমি এখন ঘুমাচ্ছি, পরে ফোন দেন। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- আলেকজান বিবি (৫০) হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী শামিম মিয়া, ইউপি সদস্য লুৎফুর মিয়া, আশিক মিয়া, রুপ মিয়া, বশির মিয়া, আবরুছ মিয়া, তরাজ মিয়া, জলাল মিয়া, সুকুর মিয়া, রেজাক মিয়া প্রমুখ। মানববন্ধন চলাকালীন এ প্রতিবেদক আলেকজান বিবি হত্যাকারীদের সর্ম্পকে জানতে চাইলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান- এলাকাবাসী মানব বন্ধন করলে আমার কি করার আছে। আসামী ১ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও এম.এস.জে দাখিল মাদরাসার সুপার ও সভাপতির দ্বন্দের কারনে গত ৬ জানয়ারী সন্ধায় সভাপতি ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হন আলেকজান বিবি (৫০)। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ১ জনকে আটক করে। মামলার বাদী ও একধিক সূত্রে জানা যায়- পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও মোহাম্মদিয়া ছিদ্দিকীয়া জালালিয়া দাখিল মাদরাসার একটি পুকুর খনন করে সামনের মাঠ ভরাট করা হয়। ঘটনার দিন বিকালে মাদরাসার সুপার পাঁচগাঁও গ্রামের মাওঃ আব্দুল হান্নান ও সভাপতি শারমপুর গ্রামের বশির মিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় উপস্থিত লোকজন উভয়কে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। পরে ঠিকাদার এতবার মিয়া মাদরাসার আরও দুই শিক্ষকসহ সুপারের বাড়িতে টাকা আনতে যান। এ খবর পেয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বশির মিয়া, সমছু মিয়া, জুবেল মিয়া, রুবেল মিয়া, মোঃ মন্নান মিয়া, আওলাদ মিয়া, মোঃ মকলু মিয়া, হুসিয়ার মিয়া, সিরাজ মিয়া, মাসুক মিয়াসহ ১০/১২জন সুপার আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালিয়ে মাওঃ আব্দুল হান্নানকে ধারালো দা দিয়ে আঘাত করে। এসময় তাকে বাঁচানোর জন্য তার খালা আলেকজান বিবি সামনে এগিয়ে আসলে দায়ের কোপ পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।