শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১১০ পিস ইয়াবাসহ যুবক আটক



শ্রীমঙ্গল প্রতিনিধি ।।

মৌলভীবাজারের  শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ রতন মিয়া (৩৩) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।  শনিবার৮ আগষ্ট  ভোর রাতে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম নজরুল ও উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ শ্রীমঙ্গল শহরতলীর পূর্ব শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে রতন মিয়াকে তার বাসা থেকে ইয়াবাসহ আটক করে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম নজরুল জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।