রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নজর দিবেন কি ?



IMG_20150614_143614

মিজানুর রহমান শমশেরনগর ।।

কমলগঞ্জের শমশেরনগর বাজারে এয়ারপোর্ট রোডে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন যাবৎ গর্ত সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে নজর দিচ্ছেন না। যার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।  যত দিন যাচ্ছে তত গর্তটি বড় হচ্ছে। দিনের বেলায়  সমস্যা না হলেও রাতে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এই রাস্তা দিয়ে দিন রাত গাড়ি চলাচল করে এমন কি এয়ারফোর্সের লোকদেরও যাতায়াতের প্রধান সড়ক এটি। শমশেরনগরথেকে মানুষ এই সড়ক দিয়ে কুলাউড়া, পতনউষার,পীরেরবাজারসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। জরুরী ভিত্তিতে গর্তটি সংস্কারের উদ্যোগ নেয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে নজর দিবেন কি ?