রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাজনগরের কামারচাকে বিএনপি নেতা গ্রেফতার



মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আছকির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে উপজেলার হাতিকড়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আছকির মিয়া উপজেলার হাতিকড়াই গ্রামের আব্দুল ক‍ুদ্দুছ মিয়ার ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামছুজোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাতিকড়াই গ্রাম থেকে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির সভাপতি আছকির মিয়াকে গ্রেফতার করে।