শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল সরকারি কলেজের নির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন



শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা বিশিষ্ট “উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি” একাডেমিক ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ কোটি ৪০ লক্ষ টাকা।

মঙ্গলবার ৭ নভেম্বর বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কলেজের অধ্যক্ষ দীপচাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরফিন খান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালু লাল রায়, প্রফেসর সাইয়্যিদ মুজীবুর রহমান, উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, কলেজে নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন কমিটির আহবায়ক সুদর্শন শীলসহ আরো অনেকে।