শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান



কমলগঞ্জ রিপোর্ট

“বিনিয়োগে অগ্রাধিকার – কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে কমলগঞ্জ সদর কিশোর- কিশোরী ক্লাবে
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বীরমুক্তিয়োদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্যানেল চেয়ারম্যান মোঃ সোলেমান হোসেন ভুট্রো ও ইপি আই কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, তৃষ্ণা সিনহাসহ আরো অনেকে।
পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠান ধামাইল নৃত্য, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গানে গানে দর্শক স্রোতাদের মাতিয়ে তুলে কিশোর কিশোরী ক্লাব। তাদের প্রতিভা বিকাশে অন্যতম ক্ষেত্র হচ্ছে এই ক্লাব।